January 11, 2025, 2:06 pm
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থ্রী হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এর চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন থ্রী হুইলারে থাকা চার যাত্রী।
আজ বুধবার রাত ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের জগন্নাথপুর-শ্রীরামপুর মাঠে ওই দুর্ঘটনা ঘটে। নিহত থ্রী হুইলার চালকের নাম সোনা মিয়া (৪৭)। তিনি আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। আহতরা হলেন কুষ্টিয়া মিরপুর উপজেলার বাজিতপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মুস্তাকিন আলী (২৪) ও দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে সেলিম রেজা (৩৫)। বাকী দু’জনের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, রাতে আলমডাঙ্গা থেকে ৪ জন যাত্রী নিয়ে কুষ্টিয়া যাচ্ছিল থ্রী হুইলারটি। এসময় জগন্নাথপুর-শ্রীরামপুর মাঠে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের আলো থ্রী হুইলার চালকের চোখে লাগে। পরে ভেজা সড়কে চালক ব্রেক করলে থ্রী হুইলারটি উল্টে যায়। এতে চালক সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন থ্রী হুইলারে থাকা চার যাত্রী।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply