দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা /
পৌরবাসীর স্বাস্থ্য ও নাগরিক সুরক্ষা সর্বোচ্চ ব্যবস্থা করা হবে। মহামারী করোনা ভাইরাসে ভারতীয় ডেল্টা ভাইরাসের আক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউন যথাযথভাবে অনুসরণ করার জন্য পৌরবাসীকে অনুরোধ জানান। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে পৌর মিলনায়তনে মাসিক সভায় খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক এ কথা বলেন।
খোকসা পৌর সচিব ও মাসিক সভার সদস্য সচিব আব্দুল হান্নান এর উপস্থাপনায় বর্তমান মহামারী করোনাভাইরাস এর পৌরবাসীর স্বাস্থ্য ও নাগরিক সুরক্ষা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও আগামী ঈদ উল আজহা উৎসব ভাতা সহ বিভিন্ন কর্মকাণ্ড মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করা হয়েছে বলে জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক। এ সভায় পৌরসভার সকল ওয়ার্ডের কলিশনারগণ সহ পৌর অর্থ কর্মকর্তা ও ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মহামারী করোনাভাইরাস এর ভারতীয় ডেল্টা ধরন সুরক্ষায় পৌরবাসীর সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়। এ সময় মহান রব্বুল আলামীনের দরবারে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
Leave a Reply