প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২১, ১১:৫১ এ.এম
খোকসায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় আহত -২
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/খোকসা
কুষ্টিয়ার খোকসায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুন) গভীর রাতে সামিরুল বাহিনীর ৭/৮ জনের একটি দল উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের মোতাহার এর ছেলে রাজমিস্ত্রী মহন (৩৮) ও এনামুল এর ছেলে টনি (১৮) কে রাম দা, রড ও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এতে তারা দু'জন গুরুতর আহত হয়ে পড়ে।
পরে রাতেই বাড়ির লোকেরা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগে আনে। জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার আশরাফুল আলম প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজমিস্ত্রি মোহন কে খোকসা হাসপাতলে ভর্তি করলেও গুরুতর আহত টনি কে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার রাতের ঘটনার পর থেকে খোকসা থানার এসআই রাসেদ হাসান এর নেতৃত্বে একটি পুলিশি টহল দল ঘটনাস্থল ওসমানপুর গ্রামে অবস্থান করছে।
এদিকে গত রাতের ঘটনায় ওসমানপুর ইউনিয়নের পুরুষশূন্য হয়ে পড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, মঙ্গলবার রাতের ঘটনায় স্থানীয় সামিউল বাহিনীর সামিউল'এর নামে খোকসা থানায় অস্ত্র সহ একাধিক মামলা রয়েছে। এখন পর্যন্ত আহতদের পক্ষ থেকে কোনো অভিযোগ থানায় আসেনি অভিযোগ আসলে। ওসমানপুর এলাকার অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি দাবি করেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি