দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করোনা শনাক্ত হয়েছে ২৩ জন এসময়ের মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী ১৫ জন পজিটিভ এবং কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ৮ জন পজিটিভ এসেছে। সর্বমোট ২৩ জন রোগী পজিটিভ হয়েছে। এনিয়ে উপজেলার মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হল ৩৭৮ জন। এদের মধ্যে থেকে ২০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৭ জন। হোম আইসোলেশন এ আছে ১৫৬ জন। এ পর্যন্ত উপজেলায় করোনা নিয়ে মৃত্যুবরণ করেছেন (আজকের ১ জন) সহ মোট ১১ জন।
এদিকে করণা মহামারীর এই শনাক্তের এবং মৃত্যুর উচ্চহারের মধ্যেই কাল শুক্রবার থেকে সারাদেশের ন্যায় খোকসাবাসীর উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
Leave a Reply