প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২১, ১০:১০ পি.এম
খোকসায় বিনামূল্যে কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ
হুমায়ুন কবির, খোকসা/
২০২১-২০২২ অর্থবছরে কৃষি বিভাগের খাদ্যশস্য বৃদ্ধি ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৫১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নত মানের হাইব্রিড ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস প্রাঙ্গণে উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উপস্থিতিতে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করা হয়।
৫১০ জন প্রান্তিক ক্ষুদ্র কৃষকের মধ্যে ২২০ জন কৃষককে ১০ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহ ২৯০ জন কৃষকের মাঝে ২ কেজি হাইব্রিড ধান ২০ ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, উপজেলার বিভিন্ন প্রান্তের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি