December 22, 2024, 8:47 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
করোনাভাইরাসের সংক্রমণ রোধে কুষ্টিয়ায় চলমান কঠোর লকডাউনের কারণে শহরের সড়কগুলোতে অনেকটাই যানবাহন শূন্য। এতে জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের একমাত্র বাহন এখন (স্থানীয় নাম) ব্যাটারিচালিত পাখি ভ্যান ও রিকশা।
এসব পাখি ভ্যান ও রিকশায় করে সাধারণ মানুষকে শহরের বিভিন্ন এলাকায় তাদের গন্তব্যে যাতায়াত করতে দেখা গেছে।
সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়,শহরের মজমপুর, চৌড়হাঁস, সাদ্দাম বাজার, হাসপাতাল মোড়, বড়বাজার, থানা ট্রাফিক মোড়, কলেজ মোড়সহ আশপাশের বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত পাখি ভ্যান ও রিকশা চলাচল বেড়েছে। আগের সময়ে শহরে পাখি ভ্যান দেখা না গেলেও এখন দেখা যাচ্ছে। তবে সড়কে রিকশা চলাচলে ভাড়া বেশি হওয়ায় অনেকেই পাখি ভ্যান ও পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন। এছাড়া সড়কে অল্পসংখ্যক মোটরসাইকেল চলাচল করছে।
ভ্যানচালক মেহেদী বলেন,লকডাউনের কারণে এই সড়কে ভ্যান চলছে। তবে সকাল থেকে বেশি আয় করতে পারিনি। কারন মানুষের চলচল খুবই কম। পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন তারা।
তিনি বলেন কাজ না করলে সংসার চলে না।তাই করোনার ভয় নিয়েই ভ্যান চালাচ্ছি।
রিকশাচালক বাদল আলী বলেন,এই শহরে মানুষের চলাচল এখন একেবারেই কম। তাই ভাড়া হচ্ছে না।
তিনি জানান ঘরে বসে থাকার উপায় নেই। প্রতিদিনের কাজের টাকা দিয়ে সংসার চলে।
পথচারী টুটুল আলী বলেন,ব্যবসার কাজে ঘর থেকে বের হয়েছি। ভ্যান রিকশাওয়ালারা বেশি ভাড়া চাচ্ছে তাই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন তিনি।
ট্রাফিকের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য জানান এখন ট্রাফিকের কোন ব্যাপার নেই। এখন রাস্তায় যানজট-লোকসমাগম বেশী হবার উপক্রম হলে সেখানে কাজ করছেন তিনি।
তিনি জানান শহরের অনেক মানুষকে তিনি চেনেন তারা কোন কাজ ছাড়াই রাস্তায় বের হচ্ছেন। এই প্রবণতা বন্ধ হওয়া উচিত বলে মনে করেন তিনি।
Leave a Reply