প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২১, ৭:০২ পি.এম
খোকসায় অসহায় দুঃস্থদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ
হুমায়ুন কবির, খোকসা/
মহামারী করোনা পরিস্থিতিতে অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে সোমবার (২৮ জুন) দুপুরে উপজেলা খাদ্য গুদাম চত্বরে খোকসা মটর শ্রমিক চা দোকানদার ও স্থানীয় অসহায় দুস্থ ৫৩ জন মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এ সময় সদর উদ্দিন খান বলেন, মহামারী করোনাভাইরাস এর আগেও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার একাধিকবার বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আবার অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হলো। এ কার্যক্রম যতদিন মহামারী করোনাভাইরাস থাকবে ততদিন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি