প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২১, ৯:১৩ পি.এম
আয়ু বাড়লো বাংলাদেশের মানুষের
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৬ বছর। তার আগের বছর ছিল ৭২ দশমিক ৩ বছর
বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৮ বছরে। এর মধ্যে পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর।
সোমবার (২৮ জুন) বিবিএস কার্যালয়ে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালের জরিপে এ তথ্য উঠে এসেছে।
২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৬ বছর। তার আগের বছর ছিল ৭২ দশমিক ৩ বছর।
জরিপ থেকে জানা যায়, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৮২ লাখ, যার মধ্যে ৮ কোটি ৪২ লাখ পুরুষ এবং ৮ কোটি ৪০ লাখ নারী।
জরিপ থেকে আরো জানা যায়, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ, যা কি না আগের বছর ছিল ১ দশমিক ৩২ শতাংশ এবং তার আগের বছর ছিল ১ দশমিক ৩৩ শতাংশ।
এখন প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে ১ হাজার ১৪০ জন মানুষ। আগের বছর যা ছিল ১ হাজার ১২৫ জন।
দেশে এখন খাওয়ার পানির ব্যবহার করছে ৯৮.৩ শতাংশ মানুষ। টয়লেট সুবিধা আছে ৮১.৫ শতাংশ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি