December 22, 2024, 2:25 pm
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় আব্দুস সালাম (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ১১ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি পটলার মোড়ে ওই ঘটনা ঘটে। পরে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
তবে পুলিশের ধারণা পূর্বশত্রুতার জেরে ওই ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে কালো টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আহত আব্দুস সালাম চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের কাহারপাড়ার মৃত আনোয়ার মুন্সির ছেলে।
আহত আব্দুস সালাম জানান, আমার মশার কয়েল ও করিম বিড়ির ডিলারশীপ আছে। প্রতিদিনের ন্যায় মার্কেটে টাকা আদায় করে গত রাতে আমি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। আমার কাছে নগত প্রায় ১২-১৪ হাজার টাকা ছিল। এসময় হাজরাহাটির পটলার মোড়ে পৌঁছালে দুইটি মোটরসাইকেলে এসে অজ্ঞাত তিনজন আমার গতিরোধ করে। পরে প্রায় বিশ মিনিট ধস্তাধস্তির পর আমাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে তারা। আমার কাছে থাকা টাকা নিতে না পারলেও ব্যবহৃত মোবাইলফোনটি নিয়ে পালিয়ে যায় তারা। পরে আমি আহত অবস্থায় মোটরসাইকেল নিয়ে এলাকার এক পশু চিকিৎসকের কাছে যায়। পরে তিনি স্থানীয়দের সহযোগীতায় আমাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেই।
তিনি আরও জানান, আমি কাউকে চিনতে পারিনি। কি কারণে এমনটা ঘটলো আমি কিছুই জানিনা। আমার সাথে কারোর কোন শত্রুতাও নেই।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানা পুলিশ। এসময় সেখান থেকে কালো টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, আব্দুস সালামের অবস্থা আশঙ্কামুক্ত। তার শরীরের বিভিন্নস্থানে কোপের জখম রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এটা ছিনতাইয়ের কোন ঘটনা না। পূর্বশত্রুতার জেরে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু তথ্য আমাদের হাতে এসেছে। বিষয়টি খুব শিঘ্রই উদঘাটন করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply