হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার করোনায় নতুন সনাক্ত ১০ জনজন সহ মোট ৩৩৮ জন। রবিবার (২৭ জুন) এন্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী ৮ জন পজিটিভ এবং গত শনিবার (২৬ জুন) পিসিআর ল্যাবের রিপোর্ট অনুযায়ী ২ জন পজিটিভ হওয়ায় নতুন করোনা রোগি ১০ জন সনাক্ত হয়েছে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল জানান গত এক সপ্তাহে লকডাউন এর কারণে অন্যান্য দিনের তুলনায় আজ করোনা শনাক্ত কিছুটা কম হয়েছে নতুন আক্রান্তদের বাড়ি কমলাপুর, উথলী, ওসমানপুর, মানিকাট, কালিবাড়িপাড়া, আমবাড়িয়া। তিনি আরো বলেন, এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে – ৩৩৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেগেছে – ২০১ জন।
হাসপাতালে চিকিৎসাধূন আছে – ৭ জন, হোম আইসোলেশন আছে – ১২০ জন। এ পর্যন্ত উপজেলায় করোনায় মৃত্যু বরণ করেছে ১০ জন। উপজেলা বাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছেন।
মৃত- ১০ জন।
Leave a Reply