December 22, 2024, 2:39 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ২০২১ সালের ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার বিষয়টি জানিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের চিঠি পাঠিয়েছে ঢাকা বোর্ড।
চিঠিতে বোর্ড জানিয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতি উদ্বোগজনক পর্যায়ে চলে যাওয়া ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে কার্যক্রম স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, শুক্রবার (২৫ জুন) এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করে ঢাকা বোর্ড। ২৯ জুন থেকে শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের ফরম পূরণ করার কথা ছিল।
Leave a Reply