January 2, 2025, 10:01 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ঝিনাইদহ
ঝিনাইদহে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ১২’শ ইজিবাইক(ব্যাটারী চালিত) চালকদের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
জেলার বিভিন্ন স্থান থেকে আসা ১২’শ ইজিবাইক চালকদের মাঝে ১০ কেজি চাল ও নগদ ৫’শ টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস শাহীনসহ জেলা প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করোনার সংক্রমণ প্রতিরোধে গত ২২ জুন থেকে জেলায় লকডাউন চলছে। এতে বন্ধ রয়েছে ইজিবাইকসহ সকল প্রকার গণপরিবহন।
Leave a Reply