December 22, 2024, 2:36 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেক/ ঝিনাইদহ
ঝিনাইদহে অপরিণত বয়সের প্রেমের বলি হয়ে আত্মহননের পথ বেছে নিল ইয়াসমিন (১৬) নামের এক কিশোরী। সে সদর উপজেলার গান্না গ্রামের মাঝের পাড়ার আঃ সালামের মেয়ে ও গান্না ছবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী।
জানাগেছে,৪ মাস আগে একই ক্লাসের ছাত্র গান্না বাজারের প্রাইমারী স্কুল সংলগ্ন জাহিদ হোসেনের ছেলে আশিকুল ইসলামের সাথে প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে কোর্ট থেকে বিয়ে করে পরিবারের অমতে। মেয়ের বাবা আঃ সালাম মেনে নিলেও মেনে নেয়নি আশিকুলের বাবা জাহিদ। স্থানীয় মাতব্বররাও অনেক বার চেষ্টা করেও আশিকুলের বাড়িতে জায়গা হয়নি ইয়াসমিনের। বাবার বাড়িতেই থেকে আসছে বিয়ের পর থেকে।
শুক্রবার বিকালে কিশোর স্বামী আশিকুলের সাথে অভিমান করে বিষ পান করে ইয়াসমিন। পরিবারের লোকজন প্রথমে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে অবস্থা খারাপ হলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করা হয়। শনিবার সকাল ১০টার দিকে সে মারা যায়। বেতাই-চণ্ডিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল আলম জানান, অভিমান করে শুক্রবার বিকালে বিষ পান করে আঃ সালামের মেয়ে ইয়াসমিন। প্রথমে কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ও পরে যশোর ২৫০ শষ্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শনিবার সকাল ১০টার দিকে সে মারা যায়। ঝিনাইদহ সদর থানার এসআই রফিকুল ইসলাম জানান, যশোর থেকে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এই ঘটনায় ইউডি মামলা হয়েছে। ইয়াসমিনের পরিবার থেকে আত্মহত্যার প্ররোচণার মামলা করা হবে বলে জানিয়েছে।
Leave a Reply