December 22, 2024, 7:55 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
২৪ জুন ছিল বিশ্বসেরা আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির জন্মদিন। কোপা আমেরিকায় খেলতে ব্যস্ত সময় পার করছেন তিনি। করোনার এই মহামারির কারণে দিনটি হয়তো ঘটা করে পালন করতে পারেননি বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই সময়ে হই-হুল্লোড় আর করবেনই বা কীভাবে? তবে তার প্রতি কোটি ভক্তের ভালোবাসার বহিঃপ্রকাশ তো আর আটকে রাখা যায় না।
মেসির থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থেকেও চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেসির জন্মদিন পালন করেছেন তার কয়েকজন ভক্ত। যদিও গত বছর ওই দিন রাতে লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে প্রিয় তারকার জন্মদিন পালন করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনতে হয়েছিল ওই মেসি ভক্তদের। ওই রাতে করোনার বিস্তাররোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও নিয়ম মানার বিষয় পর্যবেক্ষণ করতে দামুড়হুদা এলাকায় টহল দিচ্ছিল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল। তখন দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার ওল্ড টাউন কফি হাউসে সামাজিক দূরত্ব বজায় না রেখে মেসির জন্মদিন পালন করেছিল তারা। বিষয়টি প্রশাসনের নজরে আসে। কফি হাউজে সামাজিক দূরত্ব না মেনে ১৫ জনকে বসা অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে শুনানি শেষে ওই ১৫ জনকে ১০০ টাকা করে জরিমানা করা হয়। এ সময় দোকানদারকে রাতে দোকান খোলা রাখায় ছয় হাজার জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে মেসি ভক্তদের জরিমানার বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছিল আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে।
নিজ পছন্দের তারকার জন্মদিন এবারও সীমিত পরিসরে পালন করেছেন তারা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দামুড়হুদা উপজেলা শহরের দাসপাড়ায় মেসির ৩৪ তম জন্মদিন উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে কেক কাটেন ‘১৫ মেসি ভক্ত দামুড়হুদা’ নামে একটি সংগঠনের সদস্যরা।
এরআগে বিকেলে জন্মদিন উপলক্ষে করোনাকালী সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থদের মাঝে ৫০০ কেজি আটা ও ৫০০ পিচ মাস্ক বিতরণ করেন মেসি ভক্তরা। ৩৫০ টি পরিবারকে দেয়া হয় ৫০০ কেজি আটা। তবে, সংকোচ এড়াতে কেজিতে নেয়া হয় ১ টাকা করে। তাদের এই উদ্যোগ সাঁড়া ফেলেছে পুরো এলাকাজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে তাদের মহতি উদ্যোগ।
সংগঠনের মূখপত্র শুভ দাস জানান, এই বছর প্রিয় ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিনে ৩৪ পাউন্ড কেক কাটার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে তা আর হয়ে ওঠেনি। আমাদের একটি ফান্ড আছে। এখানে এলাকার বিত্তবানরা অনুদান দেন। ফান্ডের টাকাসহ আমরা নিজেরা আরও কিছু টাকা দিয়ে দামুড়হুদা এলাকার ৩৪টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও ৩৪ টি বৃক্ষরোপন করার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি।
তিনি আরও জানান, পরে ওই টাকা দিয়ে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ৩৫০ টি পরিবারকে মোট ৫০০ কেজি আটা দেয়া হয়েছে। এছাড়া ৫০০টি মাস্ক বিতরণ করা হয়েছে। তবে, তারা যেন কোন সংকোচ না করেন সেজন্য কেজিতে নেয়া হয় ১ টাকা নেয়া হয়েছে। পরিস্থিতি ভালো হলে আগামী বছর দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বড় আয়োজনে উদযাপন করা হবে প্রিয় তারকার জন্মদিন।
Leave a Reply