January 15, 2025, 12:35 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় একদিনে রেকর্ড ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় এ জেলায় ২৩২ জনের নমুনা পরীক্ষায় ১১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে এটিই জেলার সর্বোচ্চ সংখ্যক শনাক্ত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। শনাক্তের হার ৫০ শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬১ জন, আলমডাঙ্গা উপজেলার ১৪ জন, দামুড়হুদা উপজেলার ১২ এবং জীবননগর উপজেলার ২৯ জন বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২ হাজার ৯৫৩ জনে। গত ২৪ ঘন্টায় ১ জনসহ এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৯২ জন।
এদিকে, করোনার সংক্রমন বাড়ায় লকডাউন চলছে চুয়াডাঙ্গা পৌরসভা, সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন ও সীমান্তবর্তী দামুড়হুদা ও জীবননগর উপজেলায়
Leave a Reply