জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের তথ্যের সংশোধনী দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
গণমাধ্যমে প্রচার হওয়া চুয়াডাঙ্গায় শতভাগ শনাক্তের হার ভুল দাবি করে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সংশোধনী তথ্য পাঠানো হয়। এতে বলা হয়, গত রাতে ৪১ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনই করোনা শনাক্ত হয়েছেন ও শনাক্তের হার ১০০ শতাংশ তথ্যটি ভুল।
নতুন করে দেয়া তথ্যে বলা হয়, গত ২৪ ঘন্টায় ২০১ জনের নমুনা পরীক্ষায় ৯০ জন করোনা শনাক্ত হয়েছেন। জেলায় সংক্রমনের গড় হার ৪৫ দশমিক ৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় ২ মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১ জনে।
এদিকে, করোনার সংক্রমন বাড়ায় লকডাউন চলছে চুয়াডাঙ্গা পৌরসভা, সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন ও সীমান্তবর্তী দামুড়হুদা ও জীবননগর উপজেলায়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি