October 30, 2024, 10:16 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৫২ জনের নমুরা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৭৫ শতাংশ।
এর আগের ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু ঘটেছিল। একই সময়ে ৩৫৪ জনের নমুরা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ৪৬ শতাংশ। তার আগের ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ৩২৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৮৪ শতাংশ।
আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সিভিল সার্জন জানান, ২৪ ঘন্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বা¯’্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল াফিসার তাপস কুমার সরকার জানান ‘আজ ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ১৪৭ জন। এর আগের ২৪ ঘন্টায় ছিল ১৩৫ জন। তার আগের ২৪ ঘণ্টায় ভর্তি ছিলেন ১১২ জন। তার আগের ২৪ ঘন্টায় ছিলেন ৯১ জন।
তিনি আরও জানান, আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় হোমআইসোলেশনে আছেন ১৩৩০ জন। বুধবার বোরে ছিল ১২৫০ জন। তার দির ছিলেন ১১৫৭জন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৮০২ জন এবং মারা গেছেন ১৬৬ জন।
লকডাউন
এদিকে, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সোমবার ভোর থেকে সমগ্র জেলায় কঠোর লকডাউন চলছে। কুষ্টিয়া শহর থেকে সকল উপজেলা ও আশেপাশের জেলা গুলোর প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে।
Leave a Reply