দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
কুমারখালী উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ঘোষিত লকডাউন কার্যকরে এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজার, চড়াইকোল স্টেশন বাজার; কুমারখালি বাসস্টান্ড, পৌরসভার বাটিকামারা, দূর্গাপুর, ইকো পার্ক, পৌর বাজার, গড়াই খেয়াঘাট; যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার এবং চৌরঙ্গী বাজার, পান্টি ইউনিয়নের পান্টি বাজার, চাঁদপুর ইউনিয়নের কুশলিবাসা বাজার এবং বাগুলাট ইউনিয়নের বাশগ্রাম বাজারে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানায় এসময় ২২টি মামলায় ২২ জনকে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী ৩৫,৭০০/- টাকা এবং ১ জনকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী ১ জনকে ৫০০০/- টাকা এবং দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১ জনকে ৫০০০/- টাকা সর্বমোট ২৫টি মামলায় ৪৪,৭০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া লকডাউন অমান্য করায় কিছু দোকান সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।
কুমারখালী থানা পুলিশ এবং কুমারখালীর বিভিন্ন ফাঁড়ির পুলিশ এসময় মোবাইল কোর্টকে সহযোগিতা করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply