জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ৬৯ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জন করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৯২ দশমিক ৭৫ শতাংশ। শনাক্তের হার বিবেচনায় করোনার দ্বিতীয় ঢেউয়ে এটিই এ জেলায় সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২ জন, হাসপাতালে নেয়ার পথে ১ জন এবং বাকী ২ জন বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে ১ জন চুয়াডাঙ্গা পৌর এলাকার, ২ জন দামুড়হুদা উপজেলার ও ২ জন জীবননগর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৯ জনে।
স্বাস্থ্য বিভাগ থেকে আরও জানা গেছে, মঙ্গলবার রাতে ৬৯ জনের নমুনার ফলাফল আসে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে। এর মধ্যে ৬৪ জন করোনা শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২২ জন, আলমডাঙ্গা উপজেলার ১০ জন, দামুড়হুদা উপজেলার ১০ এবং জীবননগর উপজেলার ২২ জন বাসিন্দা। শনাক্তের হার ৯২ দশমিক ৭৫ শতাংশ। শনাক্তের হার বিবেচনায় করোনার দ্বিতীয় ঢেউয়ে এটিই এ জেলায় সর্বোচ্চ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭৯৬ জনে। গত ২৪ ঘন্টায় ১০ জন সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত মোট সুস্থ্ হয়েছেন ২ হাজার ২০ জন।
সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৬৮৭ জন। এরমধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৫৩ জন ও হোম আইসোলেশনে আছে ৬৩০ জন। এছাড়া করোনায় আক্রান্ত ৪ জনকে বাইরে রেফার্ড করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি