প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২১, ৮:২৭ পি.এম
খোকসায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩জুন) আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম বাবলু, আওয়ামী লীগ নেতা সাহেব আলীসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় আওয়ামী লীগ কর্মীগণ।
বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় নেতারা বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার দূরদর্শীকতা শিক্ষা নিয়ে আওয়ামী লীগকে সমাজের বুকে প্রতিষ্ঠা করতে সকলকে প্রকৃত আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়।
আগামী সকল নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে জয় যুক্ত করতে নিজ নিজ অবস্থান থেকে নিজ বাড়ি পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে মাওলানা আব্দুল আওয়াল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সহ সকল নেতাকর্মীদের সমৃদ্ধি ও দলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি