প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২১, ২:৩৫ পি.এম
খোকসায় ১৮ নমুনায় ১৩ জন করোনা সনাক্ত
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আজ বুধবার (২৩ জুন) ১৮ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। লকডাউনের চতুর্থ দিনে বুধবার সকাল থেকেই চলছে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে সরকারী ভাবে বেধে দেওয়া সকাল ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কাঁচা বাজার খোলা থাকলেও জনসাধারণের স্বাস্থ্য বিধি মানতে এখনও খুব একটা দেখা যায়নু।
এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দীন বললেন, নির্ধারিত সময়ে জনসাধারণের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তবে এর ব্যতিক্রম হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি