হুমায়ুন কবির, খোকসা/
মহামারী করোনা ভাইরাস বিস্তার রোধ কল্পে জেলা প্রশাসকের প্রজ্ঞাপনে কুষ্টিয়ার খোকসা উপজেলার লকডাউনের তৃতীয় দিনে সবাইকে সুস্থ ও যৌথভাবে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশের কঠোরতায় সাধারণ মানুষের নিরাপদে বাড়ি ফিরছে।
সকলের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কল্পে পুলিশ বাহিনী সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধি ও গণ মাধ্যম কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় লকডাউন বাস্তবায়নের প্রক্রিয়া সফল হতপ চলছে।
খোকসাবাসীকে স্বাস্থ্য বিধি মানাতে পুলিশিং প্রচার ও সকলের আন্তরিকতায় সাধারণ জনগণের বাড়ি ফেরাতে পেরেছে।
উপজেয় করোনা ভাইরাস সনাক্ত হঠাৎ করে অসাভাবিক বৃদ্ধি পেয়েছে। এমন কি করোমার আক্রান্ত হয়ে কলেজ প্রভাষক সহ ৩ জন মৃত্যু বরণ করেছে।
করণা মহামারীর এ সময়ে দীর্ঘ তিন মাস বিরতির পর হঠাৎ করে এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও করোনা সংক্রমণে হার বৃদ্ধি পাওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগ হুমকির মুখে পড়েছে।
সরকারি বিধিনিষেধ সকাল ৭ টা থেকে বেলা বারোটা পর্যন্ত কাঁচা বাজার খোলা থাকলেও অনেকেই তা একেবারে মানতে অনীহা প্রকাশ করছে। তবে সে সকল ক্ষেত্রে প্রশাসনের কঠোরতায় স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করানো হচ্ছে। অগত্য যারা মানছে না তাদের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা হচ্ছে বলে উপজেলা প্রশাসন জানান।
উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মনে করছেন, এভাবে কঠোর করে যদি লকডাউন বাস্তবায়ন করতে সক্ষম হয়, আগামী এক সপ্তাহের মধ্যে সংক্রমণের হার ও মৃত্যুহার কমে আসবে।
উল্লেখ্য গত এক সপ্তাহে উপজেলায় উল্লেখযোগ্যহারে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে এবং তিনজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে।
Leave a Reply