প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২১, ৮:৩৬ পি.এম
খোকসায় লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসায় লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করেছে।
মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে রাত পর্যন্ত শোমসপুর বাজার, গোপগ্রাম বাজার, ভবানীপুর বাজার সহ বিভিন্ন স্থানে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি নামানায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ৯ মামলায় ৫ হাজার ২ শত টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমান আদালতের পেশকার, নাজির ও পুলিশের একটি টহল দল ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার বিভিন্ন বাজার এবং অলিগলিতে পরিদর্শন করে স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা ও মাস্ক বিতরণ করেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি