December 22, 2024, 7:41 am
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার জীবননগরে পরিত্যক্ত অবস্থায় বন্দুকের ৬০ পিচ মরিচা ধরা গুলি উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার কাঁটাপোল গ্রাম থেকে ওই গুলিগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানান, বিকেলে জীবননগর উপজেলার কাঁটাপোল গ্রামের আব্দুল আজিজের মেয়ে সাদিয়া খাতুন (১২) ও রবিউল ইসলামের মেয়ে সিমু খাতুন (৮) তাদের বাড়ির পাশের একটি আম বাগানে খেলছিল। এসময় তারা ওই বাগানের গর্তের ভিতর মাটির নিচে একটি প্যাকেট দেখতে পায়। প্যাকেটটি তারা বাড়ি নিয়ে যায়। পরে প্যাকেটটি খুলে অসংখ্য বন্দুকের গুলি দেখে বিষয়টি তারা পরিবারের সদস্যদের জানায়।
সাদিয়া খাতুনের বাবা আব্দুল আজিজ জানান, বিষয়টি শুনে আমরা বাগানে গিয়ে প্যাকেটে মোড়ানো গুলিগুলো দেখি। পরে আমরা পুলিশে খবর দিই।
খবর পেয়ে সন্ধ্যা ৭ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ৬০ পিচ মরিচা ধরা থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শিশুরা খেলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় বন্দুকের গুলিগুলো পাবার পর তারা সেগুলো বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে গিয়ে গুলিগুলো উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া গুলিগুলো জীবননগর থানায় নেয়া হয়েছে। গুলিগুলো মরিচা ধরা। এগুলো থ্রি নট থ্রি রাইফেলের গুলি। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গুলিগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ের।
Leave a Reply