দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক ,খোকসা/
কুষ্টিয়া খোকসা উপজেলা স্বাস্থ্যবিধির না মানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর জানিপুর বাজারে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা বাস্তবায়ন কল্পে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪ মামলায় ৪ জন কে ২ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমান আদালতের পেশকার, নাজির ও পুলিশের একটি টহল দল ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার বিভিন্ন বাজার এবং অলিগলিতে পরিদর্শন করে স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা ও মাস্ক বিতরণ করেন।
Leave a Reply