December 23, 2024, 10:28 am
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করায় লজ্জা ও ঘৃণায় করোনায় আক্রান্ত এক গরু ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
আজ রোববার সকাল ১০টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত আবদুর রাজ্জাক (৫০) আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের সাহাজ উদ্দিন মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। সম্প্রতি তার করোনা শনাক্ত হওয়ায় লজ্জা ও ঘৃণায় আবদুর রাজ্জাক আত্মহত্যা করেন বলে এলাকাবাসী জানান।
পারিবারিক সূত্রে জানাগেছে, বেশ কিছুদিন ধরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন আব্দুর রাজ্জাক। গত ১৬ জুন তার শরীর থেকে নমুনা নেয়া হয়। ওই দিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টে তিনি করোনা শনাক্ত হন। পরে চিকিৎসকের পরামর্শে বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি।
আবদুর রাজ্জাকের স্ত্রী ময়না খাতুন জানান, হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পর তার বাড়ি লকডাউন করে দেয় প্রশাসন। এতে গ্রামের অন্যান্য মানুষ তাকে কটূক্তি ও সামাজিকভাবে হেয়পতিপন্ন করে। তাকে ও আমাদের পরিবারের কাউকে বাড়ির বাইরে বের হতে দেয় না গ্রামের মানুষ। বাড়ির অন্যান্য সদস্যরাও তার প্রতি ক্ষিপ্ত হয়।
তিনি আরও জানান, করোনা শনাক্ত হওয়ার পর আমার স্বামী মানসিকভাবে খুব ভেঙে পড়েন। কিন্তু সে শারীরিকভাবে সুস্থই ছিল। সে আলাদা ঘরে ছিল । কিন্তু সব সময় আমি তার দেখাশোনা করতাম। আজ সকালেও তার কাঁশির শব্দ শুনতে পাই। পরে খাবার দিতে গিয়ে দেখি ঘরের আড়ায় ফাঁস দিয়ে সে ঝুলছে।
জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন জানান, করোনা শনাক্ত হলে ১৭ জুন তার বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়। আজ সকালে তার আত্মাহ্যার খবর পেয়ে আমি তার বাড়িতে যায়। পরে পুলিশে খবর দিই। আমার ধারণা গরু ব্যবসায়ী আবদুর রাজ্জাক সামাজিকভাবে হেয় হওয়ার কারণে লজ্জা ও ঘৃণায় আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply