October 30, 2024, 10:18 pm
আব্দুল আলিম ভেড়ামারা ॥
মুজিববর্ষ পালন উপলক্ষে রোববার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৫জন ভূমিহীনদের মাঝে বাড়ির দলিল ও চাবি হস্তান্তর করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু এর সভাপতিত্বে ভূমিহীনদের মাঝে বাড়ির দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু. সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব এ্যাডঃ আলম জাকারিয়া টিপু, উপজেলা স্বা¯’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড়াঃ মোঃ নুরুল আমীন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঈীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান, ইন্দোনিশিয়া সিটু, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ হাফিজ তপন, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমেদ শওকত,বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি,বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রওশন আরা বেগম, ভেড়ামারা রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ প্রমুখ।
Leave a Reply