December 22, 2024, 8:43 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অনেকটা নিরবে নিভৃতে বিদায় নিলেন কুষ্টিয়া আওয়ামী লীগের দুঃসময়ের এক নিবেদিত প্রাণ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন মোহন। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন।
গত ১৮ জুন সন্ধ্যায় ঢাকাস্থ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর।
অত্যন্ত নির্মোহ, নির্লোভ, উদারমনা, সদালাপী ও নিরহংকারী এই মানুষটি কুষ্টিয়ার রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে সকলের নিকট সুপরিচিত এবং অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন।তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি সঙ্গেও দীর্ঘদিন জড়িত ছিলেন। রেড ক্রিসেন্ট সোসাইটির কুষ্টিয়া শাখার আজীবন সদস্য ছাড়াও কাজ করেছেন সংস্থার কেন্দ্রীয় কমিটিতেও।
বিভিন্ন মেয়াদে তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ আন্দোলনে তাঁর অবদান অসামান্য এবং চিরস্মরণীয়।
মৃত্যুর পূর্বে বিগত বেশ কয়েক বছর তিনি নানা রকম শারীরিক জটিলতায় ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে সবার দোয়া কামনা করেছেন তার সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল (বর্তমানে মিশনে কর্মরত) খালিদ হাসান।
Leave a Reply