হুমায়ুন কবির, খোকসা/
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেয়ার ২য় পর্যায়ের কার্যক্রমের গণভবন থেকে ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এ উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলার ৩২ টি ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (২০ জুন) সকাল ১০ টার সময় খোকসা উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ আশিকুর রহমান।
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানের পর স্থানীয় উপকারভোগীদের উপস্থিতিতে জমির কবুলুয়াত দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি ও উপস্থিত সকল অতিথিবৃন্দ।
উল্লেখ্য দ্বিতীয় ধাপে গৃহনির্মাণ করে কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৩২ টি পরিবারের মাঝে রবিবার জমির কাগজ ও চাবি হস্তান্তর করা হলো। পতিতা ঘর নির্মাণে এক লক্ষ ৯০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি