দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় করোনাভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন ১০ জন। এ সময়ে মৃত্যুবরণ করেছেন এক কলেজ শিক্ষক সহ ২ জন। জানাগেছে করনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের রাধানগর গ্রামের ফজলুল হক (৬৫) নামে একজন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে কুষ্টিয়া হাসপাতালে মারাজান।
অপরজন মালিগ্রাম দক্ষিণ পাড়ার, কুমারখালী কলেজের শিক্ষক আলফাজ আলী (৩৫) মারাজান। তিনি করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে হোম আইসোলেশন এ ছিলেন। রবিবার (২০ জুন) ভোর রাতে অবস্থা আশংকাজনক হলে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন৷
এছাড়া গতকাল একদিনে কুষ্টিয়া সদর হাসপাতালে করোনাতে ১১ জন মৃত্যুবরন করেছেন। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে কুষ্টিয়াসহ সীমান্তবর্তী এলাকা গুলোর করোনা পরিস্থিতি খুব প্রকট আকার ধারন করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল জানান, গত ২৪ ঘন্টায় খোকসা হাসপাতলে এন্টিজেন পরীক্ষায় ১৯ জনের মধ্যে ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে ২ জন মৃত্যু বরণ করে।
উল্লেখ্য করণা মহামারীর শুরু থেকে আজ এটাই একদিনে সর্বপ্রথম খোকসা উপজেলায় দুইজন ব্যক্তি মারা যাওয়া এবং দশজন ব্যক্তি শনাক্ত হয়।
করোনায় মৃত্যু কলেজশিক্ষকের ছবিও খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মূল ফটক
Leave a Reply