December 23, 2024, 10:20 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃখোকসা/
কুষ্টিয়ার খোকসায় ৫ বছরের শিশু যৌন নিপীড়নের অভিযোগে এক যুবকে আটক করেছে পুলিশ।
আটক যুবক শোমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের পিদ্দান মন্ডলের ছেলে সাইদুল ইসলাম (২০)। সে পেশায় একটি কসমেটিকের দোকানের বিক্রয় প্রতিনিথি ও খোকসা আবু তালেব ডিগ্রী কলেজের ডিগ্রী শিক্ষার্থী।
রবিবার (২০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে প্রতিবেশী যুবক (পাড়া প্রতিবেশী চাচা হয়) সাইদুল নিজের মাথা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেয়। এক পর্যায়ে সে তাকে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকেরা ঘর থেকে শিশুটি কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। পরে ওই শিশুসহ পরিবারের লোকেরা থানায় নিয়ে যায়।
থানায় উপস্থিত ধর্ষীত শিশুর মা জানান, শিশুর উপর পাষবিক নির্যাতন কারী স্বম্পর্কে শিশুটির প্রতিবেশী চাচা। তিনি আটক যুবক সাইদুল কে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, শিশু যৌন নিপীড়নের অভিযোগে সাইদুল নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের অভিযোগ দিয়েছেন শিশুটির মা।
Leave a Reply