October 30, 2024, 8:02 pm
জহির রায়হান সোহাগ চুয়াডাঙ্গা,
চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ও করিমনের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নান (৬৫) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই করিমনের চালক ছিলেন।
আজ রোববার সকাল সাড়ে ৮ টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের এএমজে অটো রাইচমিলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান জীবননগর উপজেলার বাঁকা গ্রামের খোদা বক্সের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আজ রোববার সকালে আব্দুল মান্নান তার করিমন নিয়ে জীবননগর বাসস্ট্যান্ড থেকে দত্তনগরের দিকে যাচ্ছিলেন। এসময় অটো রাইচমিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আশা একটি আলমসাধুর সাথে তার করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন করিমন চালক আব্দুল মান্নান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর চালক পালিয়ে গেলেও জব্দ করা হয় আলমসাধুটি।
ওসি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের বাড়ির মানুষকেও খবর দেয়া হয়েছে।
Leave a Reply