December 23, 2024, 11:00 am
জহির রায়হান সোহাগ চুয়াডাঙ্গা/
করোনার সংক্রমন বাড়ায় চুয়াডাঙ্গা পৌরসভা ও সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পুরোপুরি লকডাউন ঘোষনা করা হয়েছে।
আজ শনিবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির জরুরী সভায় ওই সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। আগামীকাল রোববার সকাল ৬ টা থেকে আগামী ৭ দিন পর্যন্ত ওই লকডাউন কঠোরভাবে কার্যকর করা হবে। এর আগে করোনার সংক্রমন বাড়ায় গত জুন লকডাউন করা হয় জেলার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা। ১৮ জুন বিশেষ বিধি নিষেধ জারি করা হয় জীবননগর উপজেলায়।
জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির জরুরী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। উপস্থিত ছিলেন করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা কমিটির সদস্য সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিনসহ জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামীকাল রোববার সকাল ৬ টা থেকে ৭ দিন পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভা ও সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পুরোপুরি লকডাউন করা হলো। লকডাউনকৃত এলাকায় জরুরী পরিসেবা ছাড়া সব ধরণের যানবাহন বন্ধ থাকবে। ওষুধের দোকান ছাড়া সব ধরণের দোকান বন্ধ থাকবে। সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কাঁচা বাজার খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। করোনায় আক্রান্তের বাড়ি লকডাউনের পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধ ও খাদ্য সহায়তা দেয়া হবে। এছাড়া শ্রমিক ও দিনমজুরদেও খাদ্য সহায়তা দেয়া হবে। পরে প্রজ্ঞাপন জারি করে বিস্তারিত জানানো হবে বলে জানান জেলা প্রশাসক।
সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, চুয়াডাঙ্গা জেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে করোনার সংক্রমন। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সংক্রমন বৃদ্ধি পাওয়ায় আগামীকাল সকাল ৬ টা থেকে চুয়াডাঙ্গা পৌরসভা ও সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পুরোপুরি লকডাউন করা হয়েছে। লকডাউনকৃত এলাকায় নিয়মিত তদারকি করবে প্রশাসন। জনসচেতনতার পাশাপাশি করা হবে মাস্ক বিতরণ। করোনার সংক্রমনরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান জেলা প্রশাসক।
উল্লেখ্য, গত কয়েকদিন থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে চুয়াডাঙ্গায়। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে আরও ৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫২৩ জনে। সুস্থ হয়েছেন ৭ জন। মোট সুস্থ হলেন ১ হাজার ৯৩৮ জন। আজ দুপুর থেকে তিন ঘন্টার ব্যবধানে মারা গেছেন এক নারীসহ তিনজন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮০ জনে।
Leave a Reply