দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ত্যু ঘটেছে ৪ জনের। শনাক্ত হয়েছে ১১২ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্দের হার ৩০ দশমিক ৪৩ শতাংশ।
এর ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছিল ১৫৬ জন। শনাক্ত হার ৩৯ দশমিক ০৯ শতাংশ। নমুনা পরীক্ষা হয় ৩৯৯টি।
এর আগের ২৪ ঘন্টায় ২৭৪টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত ৭৩ জনকে শনাক্ত করা হয়েছিল। শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৬৪ শতাংশ।
আজ শনিবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেনারেল হাসপাতারের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তিনি জানান মৃতদের মধ্যে তিনজনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায়।
সিভিল সার্জন বলেন, ‘আজ ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ১০২ জন। গত ২৪ ঘন্টায় ছিলেন ৭৯ জন । এর আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৮৯ জন। তার আগের ২৪ ঘন্টায় ছিলেন ৭০ জন।
তিনি আরও জানান, বর্তমানে জেলায় হোম আইসোলেশনে আছেন ৯৬৪। গত ২৪ ঘস্টায় ছিলেন ৮৯৭ জন। আগের ২৪ ঘন্টায় ছিলেন ৭৬৮ জন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় ছয় হাজার ১৭৫। মারা গেছেন ১৪৪ জন।
লকডাউন///
এদিকে কুষ্টিয়া পৌর এলাকায় শনিবার থেকে আরো ৭ দিনের লকডাউন বর্ধিত করা হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ মর্মে গত রাকে একটি নোটিশ ইস্যু করেচেন।। তিনি জানান করোনা অব্যাহত উর্ধŸমুখী প্রবনার কারনে লকডাউন বাড়ানো হলো।
এর আগে গত ১১ জুন-১৮ জুন পর্যন্ত কুষ্টিয়া শহরের পৌর এলাকায় সাতদিনের কঠোর বিধিনিষেধ জারি করেন জেলা প্রশাসক।
কুষ্টিয়াতে মিরপুর উপজেলার মিরপুর পৌর এলাকায় লকডাউন চলছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি