দৈনিককুষ্টিয়াপ্রতিবেদক/
২৪ ঘন্টার ব্যবধানে খুলনা বিভাগের ১০ জেলাতেই আবারও একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন। এর মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৬১৫ জনের।
বিভাগে আগের ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৮ জন। তবে শনাক্তে রের্কড ছিল১ হাজার ৩৩ জন। এর আগে বৃহস্পতিবার (১৭ জুন) বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০জনের মৃত্যু হয়
শনিবার (১৯ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপতরের এ তথ্য নিশ্চিত করেন পরিচালক রাশেদা সুলতানা
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় কুষ্টিয়ায় ৭ জন, খুলনায়৩ জন, সাতক্ষীরার৪ জন, যশোরের৩ জন, চুয়াডাঙ্গার ২ জন, মেহেরপুরে২ জন ও ঝিনাইদহের ১ জনমারা গেছেন।
করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ২৬৯ জন ;মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭ জনে। এসময় সুস্থ হয়েছেন৩৪ হাজার ১২৬ জন।
জেলা ভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪৯ জনের। আগের ২৪ ঘণ্টায় এই শনাক্ত ছিল ২২৬ জন ; তার আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৮১ জন।এ নিয়ে জেলায় মোট ১২ হাজার ৫৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ২০৬ জন ও সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৩৪ জন।
খুলনার পরেই রয়েছে কুষ্টিয়া জেলার অবস্থান। ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১২ জনের। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ১৫৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ১৭৪ জনের। এদের মধ্যে মারা গেছেন ১৪৭ জন ও সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৭৩ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ জন। আগের২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ৮৯ জন। তার আগের ২৪ ঘণ্টায় ছিল ৫২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৮২ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন ও সুস্থ হয়েছেন ১ হাজার ৭২২ জন।
আর সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ৮৫ জন। তার আগের ২৪ ঘণ্টায় ছিল ৮৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৫২ জন ও মারা গেছেন ৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৯২৮ জন।
যশোরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬৩ জনের। এর আগের গত ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ২৯১ জন।তার আগের ২৪ ঘন্টায় ছিল ২০৩ জন।এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৯ হাজার ৪০৭ জনের। এদের মধ্যে মারা গেছেন ১০৪ জন ও সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৪১ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের। এর২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ৪৬ জন। তার আগের ২৪ ঘন্টায় ছিল ৩৮ জন।এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ২১৮ জন। এদের মধ্যে মারা গেছেন ৩০ জন ওসুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ জন।এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ১০ জন। তার আগের ২৪ ঘন্টায় ছিল ১১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮৫ জন। এদের মধ্যে মারা গেছেন ২৪ জন ও সুস্থ হয়েছেন ১ হাজার ২২০ জন।
অপরদিকে ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৪ জন। এর আগের২৪ ঘণ্টায় শনাক্ত ছিল৫৪ জন।তার আগের ২৪ ঘন্টায় ছিল ৩১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩০৬ জন। এদের মধ্যে মারা গেছেন ৬২ জন ও সুস্থ হয়েছেন ২ হাজার ৮৬৮ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭৬ জন। এরআগের২৪ ঘণ্টায় শনাক্ত ছিল৫৯ জন। তার আগের ২৪ ঘন্টায় ছিল ৫৯।এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৫২৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৬৮ জন ও সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৮ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ জন। এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত ছিল ৩৩ জন। তার আগের ২৪ ঘন্টায় ছিল ১৯।এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন ওসুস্থ হয়েছেন ৯৫৫ জন।
খুলনাবিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা সাংবাদিকদের জানান বিভাগ জুড়েই করোনার তীব্রতা রয়েছে। পরীক্ষার উপর ভিত্তি করে বাড়া-কমা করছে। তিনি যথারীতি জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি