December 22, 2024, 12:21 pm
হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়া জেলার খোকসার মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ পাবেন ৩২ পরিবার।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
মহামারী করোনা ভাইরাসের কারণে অনেকটা স্বল্প পরিসরে খোকসা উপজেলা অডিটরিয়ামে রবিবার (২০ জুন) সকাল ১০ টার সময় উপকারভোগীদের মধ্য থেকে চারজন এর উপস্থিতিতে উপজেলার বিভিন্ন প্রান্তের ৩২ জন উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।
এরই মাঝে উপকারভোগী গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলোর সকল কাজ সম্পন্ন হয়েছে বলে জানান হয়েছে। কেন্দ্রীয়ভাবে সারাদেশের ৫৩ হাজার ৩ শত ৪০ টি গৃহের মধ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলাও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে গৃহহীন পরিবারের অনুকুলে গৃহের জমির দলিল ও ঘরের চাবী হস্তান্তর করবেন।
উল্লেখ্য কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম গত শুক্রবার দিন বিশেষ কনফারেন্সের মাধ্যমে জেলায় মোট ১৬৫ টি ঘর হস্তান্তর করা হবে বলে জানান।
Leave a Reply