প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২১, ২:৫৭ পি.এম
খোকসা একতারপুর বাজার হতে বেতবাড়িয়া পুলিশ ফাঁড়ি সড়কটির বেহাল দশা
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা জানিপুর ইউনিয়নের একতারপুর বাজার থেকে বেতবাড়িয়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত যাওয়ার কাঁচা রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।
ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের এই আড়াই কিলোমিটার কাঁচা সড়কটির পাশ ধরে বসবাসকারী সাড়ে ৪ হাজার মানুষের নিত্য দিনের সমস্যা পরিনত হয়েছে।
শুকনো মৌসুমে কাঁচা রাস্তাটি ব্যবহার করা গেলেও বর্ষা মৌসুমে কাদামাটি এবং চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে বর্তমানে। বেতবাড়ীয়া আর পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ তিনটা মসজিদের মুসল্লির এবং ওই রাস্তায় বসবাসকারী প্রায় সাড়ে চার হাজার এলাকাবাসী প্রতিমুহূর্ত সমস্যা ভোগ করছে।
এলাকায় উৎপাদিত কৃষি পণ্য বাজারজাতকরণ ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সাথে যোগাযোগ রক্ষা বৃদ্ধ, শিশু এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত সহ অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে প্রতিটা মুহূর্তই বিড়ম্বনার শিকার হচ্ছে এ সড়ক ব্যবহারকারীরা।
নিজের অপারগতা ও এলাকাবাসীর দুর্ভোগের কথা অকপটে স্বীকার করলেন জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান। তিনি বললেন, এলজিইডির আওতায় বেতবাড়িয়া পুলিশ মোড় থেকে একতারপুর বাজার পর্যন্ত আড়াই কিলোমিটার কাঁচা সড়কটি শুষ্ক মৌসুমের যতটুকু চলাচল করা যায় কিন্তু এই বর্ষা মৌসুমে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি