December 22, 2024, 9:01 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টার ব্যবাধানে আবার বেড়েছ করোনা শনাক্ত ও মৃত্যু হার। গত ২৪ ঘন্টায় মৃত্যু ঘটেছে ৪ জনের। শনাক্ত হয়েছে ১৫৬ জন। শনাক্ত হার ৩৯ দশমিক ০৯ শতাংশ। নমুনা পরীক্ষা হয় ৩৯৯টি।
এর আগের ২৪ ঘন্টায় ২৭৪টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত ৭৩ জনকে শনাক্ত করা হয়েছিল। শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৬৪ শতাংশ।
এর আগে গতকাল ২৩৯টি নমুনা পরীক্ষা করে ৯৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪১ শতাংশ। গত পরশু ১৯৩টি নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৭৯ শতাংশ।
আজ শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেনারেল হাসপাতারের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তিনি জানান মৃতদের মধ্যে তিনজনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায় ও একজনের ভেড়ামারা উপজেলায়।
সিভিল সার্জন বলেন, ‘আজ ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ৭৯ জন ভর্তি আছেন। এর আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৮৯ জন। তার আগের ২৪ ঘন্টায় ছিলেন ৭০ জন।
তিনি আরও জানান, বর্তমানে জেলায় হোম আইসোলেশনে আছেন ৮৯৭ জন। আগের ২৪ ঘন্টায় ছিলেন ৭৬৮ জন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় ছয় হাজার ৬৬। মারা গেছেন ১৪০ জন।
//লকডাউন//
এদিকে কুষ্টিয়া পৌর এলাকায় আজ (শুক্রবার) শেষ হতে যাওয়া ৭ দিনের লকডাউন আরো ৭ দির বাড়ছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি জানান করোনা অব্যাহত উর্ধŸমুখী প্রবনার কারনে লকডাউন বাড়ানো হবে।
এর আগে গত ১১ জুন-১৮ জুন পর্যন্ত কুষ্টিয়া শহরের পৌর এলাকায় সাতদিনের কঠোর বিধিনিষেধ জারি করেন জেলা প্রশাসক।
কুষ্টিয়াতে মিরপুর উপজেলার মিরপুর পৌর এলাকায় লকডাউন চলছে।
Leave a Reply