প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২১, ৯:২৩ পি.এম
কুমারখালীতে করোনা প্রতিরোধে ব্যাবসায়ীরা বিধিনিষেধ মানছে
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় করেনা মহামারীর সরকারি বিধি নিষেধ ব্যবসায়ীদের সাড়া মিলেছে। গত এক সপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ঔষধের দোকান ও জরুরি দোকান ছাড়া বাকি সব দোকান বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়াও সাধারণে চলাচলে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। এতে পৌর ব্যবসায়ীদের সরকারের সিদ্ধান্তের একাত্ত হতে সাড়া মিলেছে।
শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা ৬ টার সময় কুমারখালী পৌরসভার বিভিন্ন হাট বাজার অলিগলি ঘুরে দেখা গেছে উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগেই তারা সকল দোকানপাট বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তালুকদার কামরুজ্জামান জানান, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক কুমারখালীবসী করোনা মহামারী থেকে রক্ষা কল্পে স্বাস্থ্যবিধি মানাতে এই নিষেধাজ্ঞা কার্যকর ও সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ থেকে সকল প্রকার দোকানপাট বন্ধ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আকুল উদ্দিন জানান, কুমারখালীর বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য বিধি মানাতে প্রশাসনের সমন্বয়ে করোনা প্রতিরোধ কমিটি নিরলস কাজ করছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি