January 3, 2025, 2:40 am
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কেটে ফুলবানু খাতুন (৫০) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশনের অদূরে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহত ফুলবানু খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার খাসপাড়া গ্রামের সাহেব আলীর মেয়ে। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। তিনি স্বামী পরিত্যক্তাও ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে রেললাইনের উপর দিয়ে পায়ে হেটে জীবননগর উপজেলার কর্চ্চাডাঙ্গা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ফুলবানু। এসময় আনসারবাড়ীয়া রেলস্টেশনের অদূরবর্তী গ্যাং কোয়াটারের কাছে পৌঁছুলে রাজশাহী হতে খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে স্বজনরা ফুলবানুর মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে যান।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ,ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নরেশ চন্দ্র জানান, ট্রেনে কেটে ওই নারীর মৃত্যু হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই তার মরদেহ নিয়ে বাড়ি চলে যান স্বাজনরা।
Leave a Reply