December 23, 2024, 7:02 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
বৃহস্পতিবার(১৭ জুন) ভোররাত চারটার দিকে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা মোড়াগাছা ক্লাব নামক স্থানে ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেছে। চালক ও হেলপার আহত হওয়ার সংবাদ জানা গেছে।
খোকসা থানা পুলিশ ও এলাকা সূত্রে জানাগেছে নাটর বোনপাড়া থেকে আম নিয়ে শরিয়তপুর সখিপুর যাওয়ার পথে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা মুড়াগাছা নামক স্থানে বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ( ঢাকা মেট্রো -ন-১১-৫২০২) সড়কের পাশে পানিভর্তি খাদে পড়ে যায়।
এ সময় চালক শরীয়তপুর সখিপুর থানার আব্দুর রউফ ছেলে রেজাউল করিম (৩২) ও হেলপার মুরাদ (২২) আহত হয়। সকালে স্থানীয় মোড়াগাছা বাজারে পল্লী চিকিৎসক এর কাছে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের সহযোগিতায় বর্তমানে আম ও ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।
Leave a Reply