দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় শনাক্ত হার কমেছে। মৃত্যু হয়েছে ১ জনের। অন্যদিকে জেলার মিরপুর উপজেলার মিরপুর পৌর এলাকা লকডাউনের আওতায় আনা হয়েছে। এ লকডাউন আজ থেকে কার্যকর হয়েছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন ৭৩ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ শতাংশ।
আগের ২৪ ঘন্টায় ২৩৯টি নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছিল ৯৮ জন ; শনাক্তের হার ছিল ৪১ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় ১৯৩টি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন ৭১ জন। শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৭৮ শতাংশ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান এই সময়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যুক্তি সেখানে আইসোলেশন সেন্টারে কোভিড-১৯ পজিটিভ হয়ে চিকিৎসাধীন ছিলেন।
আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান বৃহস্পতিবার ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ৮৯ জন ভর্তি আছেন। এর আগের ২৪ ঘন্টায় ছিলেন ৭০ জন ; তার আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৬৪ জন ; তার আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৭১ জন।’
তিনি জানিয়েছেন, এই সময় পর্যন্ত হোম আইসোলেশনে আছেন ৭৬৮ জন। আগের ২৪ ঘন্টায় এটি ছিল ৭৪৭ জন। আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৬৮২ জন; তার আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৬৭১ জন। তার আগের দিন এই সংখ্যা ছিল ৫৬২ জন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় মোট পাঁচ হাজার ৯০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৩৭ জন।
লকডাউন///
এদিকে জেলার মিরপুর উপজেলার মিরপুর পৌর এলাকা লকডাউনের আওতায় আনা হয়েছে। বর্তমানে কুষ্টিয়া পৌরসভা ও এর আশেপাশের এলাকায় লকডাউন চলছে।
কুষ্টিয়ার মিরপুর পৌরসভা পৌরসভার মেয়র এনামুল হক মালিথা জানান এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বুধবার (১৬ জুন) সন্ধ্যায় মিরপুর উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় কঠোর নিয়ন্ত্রণ আরোপের এ সিদ্ধান্ত নেয়া হয়।
মিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস বলেন, আগামী ২৩ জুন পর্যন্ত মিরপুর পৌরসভা এলাকায় কাঁচাবাজার ও ওষুধের দোকান ব্যতীত অন্য সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে স্বা¯’্যবিধি মানার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
মিরপুর উপজেলায় এখন পর্যন্ত মোট ৩২০৭টি নমুনা পরীক্ষা করে মোট ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় মারা গেছে মোট ১৫ জন। খেখানে হোম আইসোলেশনে আছেন ১১৯ জন। এই জেলার ৬টি উপজেলাওয়ারী আক্রান্তে দ্বিতীয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি