January 15, 2025, 3:42 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ঘটেছে ২০ জনের। এটাই এই বিভাগে একদিনে সর্বো”চ মৃত্যু। এর আগের ২৪ ঘন্টায় এই মৃত্যুর সংখ্য ছিল ১২ জন।
গত ২৪ ঘন্টায় ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৭২৫ জন। এর আগের ২৪ ঘন্টায় এটি ছিল ৮১৮।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও বিভিন্ন জেলার সিভিল সার্জ অফিস সূত্রে এটা জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনায় ৪ জন, কুষ্টিয়ায় ৪ জন (এর মধ্যে রাত ৮টার আগে ১ জন ৩ জন রাক ৮ টার পর), যশোরে ৩, চুয়াডাঙ্গায় ৩, মেহেরপুরে ২, বাগেরহাটে ১, মাগুরায় ১ ও ঝিনাইদহে ১ মরা যান।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৮১ জন। এর আগের ২৪ ঘন্টায় এটি ছিল ২২২। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ২২৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২০১ জন এবং সু¯’ হয়েছেন ৯ হাজার ৮৭০ জন।
খুলনার পরেই রয়েছে কুষ্টিয়া জেলা। এখানে ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৭৩ জন। এর আগের ২৪ ঘন্টায় এটি ছিল ৯৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯০৬ জন। মারা গেছেন ১৪০ জন এবং সু¯’ হয়েছেন ৪ হাজার ৯৩৫ জন।
বাগেরহাটে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫২ জন। আগের ২৪ ঘণ্টায় এই শনাক্ত ছিল ৭৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২ হাজার ৩৯০ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন এবং সু¯’ হয়েছেন ১ হাজার ৬৬৫ জন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৮ জন। আগের ২৪ ঘন্টায় ছিল ১০০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৭১১ জন এবং মারা গেছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮২৪ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২০৩ জন। আগের ২৪ ঘন্টায় ছিল ২০৪। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৮ হাজার ৯৫৩ জন। মারা গেছেন ৯৯ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৪১ জন।
নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৮ জন। আগের ২৪ ঘন্টায় ছির ১৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ১৬৪ জন। মারা গেছেন ২৮ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ জন। আগের ২৪ ঘন্টায় ছির ২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৬৫ জন। এ সময় মারা গেছেন ২৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২২০ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩১ জন। আগের ২৪ ঘন্টায় ছিল ৪৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩২৮ জন। মারা গেছেন ৬১ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৮৫৫ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৯ জন। আগের ২৪ ঘন্টায় এটি ছিল ১৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৪০৪ জন। মারা গেছেন ৬৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৯ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯ জন। আগের ২৪ ঘন্টায় ছিল ৪১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ২৬৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন এবং সস্থ’ হয়েছেন ৯৪১ জন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৪২ হাজার ৬১১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৮২৭ জন এবং মারা গেছেন ৭৬৭ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান, বিভাগে করোনার সক্রিয়তা জেলা ভিত্তিতে বাড়ছে ও কমছে। তবে মৃত্যুর হার উদ্বেজনক। তিনি জানান জেলা গুলোর করোনা প্রতিরোধ কমিটিকে পূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে অব¯’া বুঝে তারা ব্যব¯’া গ্রহন করবেন। তিনি জনসমাগম বন্ধ করার উপর জনগনের সচেতনতার উপর বিশেস জোর দেন।
Leave a Reply