জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
দেশে করোনার সংক্রমন বাড়ায় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য ঝুকির কথা চিন্তা করে আগামী ৩০ জুন পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গাতেও হঠাৎ বেড়েছে করোনার সংক্রমন। আক্রন্তদের অধিকাংশের বাড়ি দামুড়হুদা ও জীবননগর উপজেলায়। ইতিমধ্যে লকডাউন করা হয়েছে দামুড়হুদা উপজেলা। জীবননগর উপজেলাকেও লকডাউনের আওতায় আনার কথা ভাবছে প্রশাসন।
কিন্তু এই মহামারির মধ্যে চুয়াডাঙ্গার জীবননগরে একটি শিক্ষা প্রতিষ্ঠান খুলে নিয়মিত পাঠদানের অভিযোগ উঠেছে। জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ডে অবস্থিত আইডিয়াল প্রি-ক্যাডেট কিন্ডার গার্ডেনে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চালু রেখেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। গত ১৫ দিন থেকে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখা হয়েছে। এতে বাড়ছে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি।
অভিভাবকরা জানান, ওই কিন্ডার গার্ডেন এলাকায় কয়েকজন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। শিক্ষকদের বিষয়টি বারবার বললেও কোন লাভ হয়নি। তারা শিক্ষা প্রতিষ্ঠান চালু রেখেছেন। এ নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় আছি।
শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল হান্নান জানান, এই মহামারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কথা বললেও অধ্যক্ষ নিজ দায়িত্বে খুলে রেখেছেন। শিক্ষকরা একক সিদ্ধান্তে এটা করেছেন। এ বিষয়ে মালিক পক্ষের কারও সাথে শিক্ষকরা কোন আলোচনা করেননি। অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর আমরা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইমরান হোসেনকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বলেছি। এরপরও কোন শিক্ষার্থী যদি করোনা আক্রান্ত হয় তাহলে তার দায়ভার আমরা নেব না।
এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইমরান হোসেন পাঠদানের বিষয়টি অস্বীকার করে জানান, শুধু অফিস খুলে রাখা হয়েছে। কোন পাঠদান করানো হচ্ছে না।
জীবননগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উথলী আইডিয়াল প্রি-ক্যাডেট কিন্ডার গার্ডেনে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে। পাঠদান বন্ধ করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বলা হয়েছে।
এদিকে, আজ দুপুরে প্রতিষ্ঠানে অভিযান চালাতে আসছেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমন খবর পেয়ে দ্রুত প্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেন অধ্যক্ষ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি