জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা সবাই বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে বিজিবি।
আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে মানুষ এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার দুপুরে জীবননগর সীমান্তের নতুন তেতুলিয়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় ওই গ্রামের বটতলা মোড় থেকে ৪ জনকে আটক করা হয়। তারা সবাই বাংলাদেশী নাগরিক। তারা বিভিন্ন কাজে ভারতে গিয়ে আটকে পড়েছিলেন। আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার রামপাল উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মুজিবর কাজীর ছেলে তুহিন কাজী (৩২), ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মহেশকান্দি গ্রামের ছমেদ হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (২৪), বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার জালিয়াঘাটা গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুল মান্নান (৩৫) ও খুলনা জেলার রুপসা উপজেলার দেয়ারা গ্রামের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ আলী (৫১)।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আরও জানান, আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইন ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলাও দায়ের করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি