December 22, 2024, 7:07 pm
স্পোর্টস ডেস্ক/
বার বার চেষ্টার পর ২৩ মিনিটে সব ডিফেন্স ভেঙে ভেনিজুয়েলার জালে প্রথম বল জড়িয়ে চমক দেখায় ব্রাজিল। মার্কুইনহোসের গোলে এক গোলের ব্যবধান সৃষ্টি করে দেশটি। ম্যাচের ৬৪ মিনিটেই সেই গোলের ব্যবধান দুইয়ে উন্নীত করেন নেইমার।
এর আগে আরেকটি আক্রমণ সফল হতে গিয়েও অফসাইডের কারণে বিফল হয়ে যায়। এছাড়া প্রথমবার নেইমারের আক্রমণ কাছাকাছি গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।
ম্যাচ শুরু থেকে বেশিরভাগ সময় বল ব্রাজিলের খেলোয়াড়দের পায়ে ছিল। কিন্তু ভেনিজুয়েলার রক্ষণভাগের দৃঢ়তার জন্য গোলপোস্টে বল জড়াতে হিমশিম খায় ব্রাজিল। ভেনিজুয়েলার আক্রমণভাগের খেলোয়াড়রা কয়েকবার ব্রাজিলের জালে বল জড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। ব্রাজিলও বারবার আক্রমণ করে ভেনিজুয়েলার রক্ষণভাগকে চাপের মুখে ফেলে দেয়।
সেই চাপের মুখের ২৩ মিনিটে প্রথম গোলটি জালে জড়িয়ে উল্লাস করে উত্তর আমেরিকার ফুটবল আইকন ব্রাজিলের খেলোয়াড়রা। এরপর ব্রাজিলের পক্ষ থেকে বারবার ভেনিজুয়েলার জালে বল জড়ানোর চেষ্টা বিফল হয়। কিন্তু ৬৪ মিনিটের শেষ দিকে নেইমারের করা গোলে ভেনিজুয়েলার সঙ্গে ব্রাজিলের গোলের ব্যবধান বেড়ে যায়।
Leave a Reply