January 6, 2025, 4:27 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চীনের উপহারের ৬ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি উড়োজাহাজ ঢাকায় পৌঁছেছে।
সিনোফার্মের এসব টিকা নিয়ে রোববার বিকেল পাঁচটা ২৯ মিনিট এবং পাঁচটা ৩৩ মিনিটে উড়োজাহাজ দুটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান এ তথ্য জানিয়েছেন।
এর আগে, সকালে সিনোফার্মের ৬ লাখ ডোজ টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় দুটি সি-১৩০জে বিমান।
গত ১২ মে বাংলাদেশে পাঁচ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার হিসেবে পাঠায় চীন। এরই মধ্যে সেই টিকা মেডিকেল শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া শুরু করেছে।
Leave a Reply