প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১০:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২১, ১১:৫৮ পি.এম
খোকসায় মলোম পাটির হাত থেকে উদ্ধার হল আনারুল
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
মলোম পাটির হাত থেকে ৩০ ঘন্টা পর কুষ্টিয়া - রাজবাড়ী মহাসড়কের পাংশা মহিশালা পল্লী বিদ্যুৎ এর সাব স্টেশনের পাশে পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে আনারুল শেখ (১৫) নামে এক শিশুকে। সে খোকসা বাজারের ইউনুস ম্যাকারির দোকানে কাজ করে।
ভুক্তভোগী শিশুটি কুষ্টিয়ার খোকসা উপজেলা হেলালপুর ( মডেল টাউন সংলগ্ন) গ্রামের দিনমজুর বাচ্চু শেখের প্রথম ছেলে।
জানাযায় শনিবার সকাল ৮ টার সময় বাড়ি থেকে খোকসা বাজার ইউনুস মেকারির দোকানে আসার জন্য কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের মডেল টাউন এলাকা থেকে চলতি ব্যাটারি চালিত ইজিবাইকে ওঠে। গাড়িতে আগে থেকে বসে থাকা এক ব্যাক্তি মুখচেপে ধরে চোখে মুখে কি জেন লাগিয়ে দেয়। এর পরে জ্ঞান হারিয়ে পড়ে।
রবিবার দুপুরে কুষ্টিয়া রাজবাড়ী সড়কের পাংশা পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের পাশ দিয়ে যাওয়া পথচারীরা রাস্তার পাশে গ্যাংড়ানো শব্দ শুনে আনারুল শেখ কে উদ্ধার করে স্থানিয় মহিশালা স্টান্ডে পল্লী চিকিৎসকে দেখান। তার চিকিৎসায় জ্ঞান ফিরে উঠলেই শিশুটির কাছ থেকে বিস্তারিত জানা যায়। পরে আনারুল শেখের পিতা বাবু শেখ এর মোবাইলে যোগাযোগ করে রবিবার বিকাল ৪ টার সময় খোকসায় আনা হয়।
অর্তমানে খোকসা বাজারের পল্লী চিকিৎসক শুনিল কুমার এর ব্যাবস্থা পত্রে বাড়িতে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করা হয়নি বলে শিশুটির পিতা বাবু শেখ জানান
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি