December 24, 2024, 5:26 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
অটো চুরির অভিযোগে গ্রামবাসীর গণধোলাইয়ে পর বাদশা নামে এক যুবক কে থানায় সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলা গোপগ্রাম গ্রামে।
শনিবার (১২ জুন) সকাল ৭ টায় চোর সন্দেহে গোপগ্রামের ওমর আলীর ছেলে বাদশা (২৬) কে উত্তম মাধ্যম এরপর গোপগ্রাম ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মাধ্যমে তাকে থানায় পাঠায়।
হারিয়ে যাওয়া অটোর মালিক আব্দুল কাদের মোল্লার ছেলে আরিফ অভিযোগ করে জানান, গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে রাখা ব্যাটারি চালিত অটোরিক্সা কে বা কারা চুরি করে নিয়ে যায়। খোঁয়া যাওয়া অটো গাড়ি খোঁজে ব্যাপক খোঁজা খুজির পর চোর সন্দেহে আজ শনিবার সকালে বাদশা কে আটক করে। তিনি আরো বলেন, অপর সন্দেহ ভাজন চোর হাসান কে ধরতে পারি নাই।
এদিকে গোপগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন জানান, রাস্তা দিয়ে হেটে যাওয়া বাদশা কে চোর সন্দেহে গনপিটন দিয়েছে। ঘটনাটি জেনে গ্রাম পুলিশের মাধ্যমে আটক বাদশা কে খোকসা থানায় পাঠিয়েছি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, এলাকাবাসীর সন্দেহভাজন বাদশা কে অটো চোর বলে থানায় আনা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে তৃণমূল পর্যায়ে গ্রাম গঞ্জের ছেচরা চোরের উপদ্রবপে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রাম বাসীর অভিযোগ। সরকারের বিট পুলিশিং কার্যক্রম অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলেও তারা দাবী করেন।
গোপগ্রাম বাজার গত মঙ্গলবার রাতে মুদীদোকানে টিনের বেড়া কেটে চুরিব সংবাদ জানাগেছে। রাতে পুলিশের টহল বৃদ্ধি করলে এ রকম চুরি হত না। তবে ইউনিয়নের চেয়ারম্যান বললেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়মিত চালু আছে।
Leave a Reply