দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
চীনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ করোনার টিকা আগামী রোববার ঢাকায় আসছে।
শুক্রবার সকালে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট করেন।
তিনি লিখেছেন, চীনের উপহারের ৬ লাখ টিকা এখন বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের পথে। বাংলাদেশের জন্য নির্ধারিত চীনের সিনোফার্মের তৈরি ৬ লাখ টিকার চালানটি রোববার ঢাকায় আসবে।
গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। তার ৯ দিনের মাথায় চীন দ্বিতীয় দফায় বাংলাদেশকে টিকা উপহার দেয়ার ঘোষণা দেয়। গত ২১ মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ফোনালাপের সময় দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেয়ার কথা জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি